গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।
এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রায় সকল ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ফকির আলমগীর তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি 'ক্রান্তি শিল্পীগোষ্ঠী' ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন সংগ্রাম, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে তাঁর গানের মাধ্যমে লড়াই চালিয়েছিলেন। কিংবদন্তিতুল্য এই গুণী শিল্পীর মৃত্যু দেশের সংগীতের জন্য এক অপূরনীয় ক্ষতি। সংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।
স্বাস্থ্যমন্ত্রী, ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।