South east bank ad

অরুণ দাশগুপ্ত ও আবুল হাশেমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৩:৪২ পূর্বাহ্ন   |   শোক

অরুণ দাশগুপ্ত ও আবুল হাশেমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


চট্টগ্রামের সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত এবং কুমিল্লার আওয়ামী লীগ নেতা আবুল হাশেম সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রামের প্রথিতযশা সাংবাদিক, কবি ও সাহিত্যের বটবৃক্ষ খ্যাত অরুণ দাশগুপ্ত বার্ধক্যজনিত কারণে শনিবার বেলা ১২টা ২০ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম সরকার শনিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।


BBS cable ad

শোক এর আরও খবর: