একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আলোকচিত্রী গোলাম মুস্তাফা'র মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আলোকচিত্রী গোলাম মুস্তাফা'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গোলাম মুস্তাফা (৮০) আজ সকালে রাজধানীর ইস্কাটনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বরেণ্য এ আলোকচিত্রী বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর সম্মানিত স্থায়ী পরিষদ প্রধান, 'ফটোগ্রাফি' পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য। তিনি বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফির দায়িত্ব পালন করেন। আলোকচিত্রে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক ও ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক লাভ করেন।