ময়মনসিংহে করোনায় ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন ( ময়মনসিংহ) :
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন মো. সালেহ আহম্মেদ নামে এক ফায়ার সার্ভিস কর্মীর। গত শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ময়মনসিংহ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন মো. সালেহ আহম্মেদ। গত বছরের ২০ জুলাই ময়মনসিংহে যোগদান করেন তিনি। সালেহ আহম্মেদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার মাঘান গ্রামে।
মো. জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ২৮ জুন মো. সালেহ আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। করোনাভাইরাস শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সেখানেই। শনিবার সকালে সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।