প্রাইম ব্যাংক এর পরিচালক মেরিনা ইয়াসমিন এর ইন্তেকাল
প্রাইম ব্যাংক লিমিটেড এর স্পন্সর ডিরেক্টর ও ইস্ট কোস্ট গ্রুপ এর ভাইস চেয়ারপারসন মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী ১৯ জুন, ২০২১ ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিউন)। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।
এই গুণী ও শ্রদ্ধাভাজন অভিভাবকের ইন্তেকালে পুরো প্রাইম ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন প্রাইম ব্যাংক এর জন্য এক অনুপ্রেরণীয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় সুদূরপ্রসারী দিকনির্দেশনার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রাইম ব্যাংক পরিবার তাঁর রুহের মাগফেরাত কামনা করে ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায় ।