ভাষাসংগ্রামী গাজীউল হকের মৃত্যুবার্ষিকী আজ
২০০৯ সালের আজকের এই দিনে মারা যান ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গীতিকার ও আইনজীবী আ ন ম গাজীউল হক। গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন তিনি। তিনি একুশে পদক, জাহানারা ইমাম পদক, রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক এবং শেরেবাংলা জাতীয় পুরস্কার লাভ করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন এই ভাষাসংগ্রামী। এ ছাড়া গাজীউল হক প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫২ সালে ২০ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল পুকুরপাড়ে ১১ জন ছাত্রনেতা যে গোপন বৈঠক করেছিলেন, গাজীউল হক ছিলেন তাদের অন্যতম। ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের আম তলায় ঐতিহাসিক ছাত্র-জনতার সমাবেশে তিনি সভাপতিত্ব করেন এবং ১৪৪ ধারা ভঙ্গের ঘোষণা দেন।