তথ্য ক্যাডারের ১৫ কর্মকর্তার পদোন্নতি
বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের পাঁচ সহকারী পরিচালক ও সমপর্যায়ের কর্মকর্তাকে পরিচালক-সমপর্যায়ের পদে এবং দশজন তথ্য অফিসারকে সিনিয়র তথ্য অফিসার পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিদপ্তরের ঢাকার তথ্য অফিসার ফাহমিদা শারমীন হক সিনিয়র তথ্য অফিসার পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়, জেলা ও অন্যান্য তথ্য অফিসের তথ্য অফিসার ও সহকারী পরিচালকরা উপ-পরিচালক/সিনিয়র তথ্য অফিসার/সম্পাদক/চিফ ফিচার রাইটার পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মো. আবুবকর সিদ্দীক (ঝিনাইদহ), মোহাম্মদ আলী (নাটোর), মো. মোজাম্মেল হক (ফরিদপুর), মো. ইব্রাহিম-আল-মামুন (নড়াইল), পবন চৌধুরী (ঢাকা), মোহাম্মদ শফিউল্লাহ (দুদক, ঢাকা), মুঈনুল ইসলাম (গোপালগঞ্জ), তাহমিনা আক্তার (ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর), মো. মামুন অর রশিদ (লালমনিরহাট), মো. আসাদুজ্জামান কাউছার (ব্রাহ্মণবাড়িয়া), কাজী শাম্মীনাজ আলম (ঢাকা), কেএম খালিদ বিন জামান (ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর) ও বাপ্পী চক্রবর্তী (খাগড়াছড়ি)।
এখন থেকে সকল পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ষষ্ঠ গ্রেডের বেতনস্কেলে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতন পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তারা সিনিয়র সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা ই-মেইল (masscom@moi.gov.bd) যোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


