মেট্রোরেল সেবা চালু
মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হচ্ছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সম্পূর্ণ রুটে মেট্রোরেল চালু হওয়ার খবর দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সকাল ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।‘
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামের একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছিল।


