South east bank ad

মার্কিন প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেনি: সালমান এফ রহমান

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

মার্কিন প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেনি: সালমান এফ রহমান
মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার রাতে গুলশানে নিজ বাসায় মার্কিন প্রতিনিধি দলের নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সালমান এফ রহমান বলেছেন, ‘তারা নির্বাচন নিয়ে বারবার একটা কথাই বলেছেন, ফ্রি ফেয়ার ইলেকশন। ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন।’

‘এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলে নাই।’ বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিসানীতি নিয়ে তো উনারা বারবার বলেছেন একই কথা যে, আমরা এই ভিসানীতি যে করেছি, এটা কোনো দলকে বা কোনো বিশেষ কাউকে টার্গেট করে বা লক্ষ্য করে আমরা করি নাই। এটা আমরা করেছি যে, আমরা মনে করি আমাদের এই ভিসানীতির কারণে আপনাদের এই নির্বাচনটা আরও ভালো হবে। যে কথাটা তারা পাবলিকলি বলেছেন।

‘তারা (প্রতিনিধি দল) যেভাবে বলছেন, ভিসানীতিটা আমরা করেছি, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন যে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করার জন্য, সহায়তা করার জন্য আমরা এই ভিসানীতিটা করেছি’-বলেন সালমান এফ রহমান।

তিনি জানান, গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ অনুষ্ঠানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে মার্কিন প্রতিনিধি দল।

নৈশভোজে আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকার উইং) খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন পিটার হাস, হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পরিচালক (সাউথ এশিয়া) ব্রায়ান লুটি, মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির বিশেষ সহকারী ব্রায়ান ওয়াকলি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল অফিসার সোফিয়া মুলেনবার্গ, পলিটিক্যাল কাউন্সেলর আর্তুরো হাইন্স।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: