South east bank ad

চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্য মেলা আয়োজনের প্রস্ততি রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:২২ অপরাহ্ন   |   মন্ত্রী

চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্য মেলা আয়োজনের প্রস্ততি রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্য মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে দেশব্যাপী ৬৪ জেলায় সাহিত্য মেলার আয়োজন করেছে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান।

ম্যাজিক ফেডারেশন 'জাতীয় জাদু উৎসব ২০২৩' উপলক্ষ্যে এক আলোচনা সভা ও জাদু প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।

কে এম খালিদ আরো বলেন, সাহিত্য মেলাকে তৃণমূল তথা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। এরই অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্য মেলা আয়োজনের প্রস্ততি গ্রহণ করেছে। ম্যাজিক ফেডারেশনের দাবির প্রেক্ষিতে দেশব্যাপী আয়োজিতব্য উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রে ম্যাজিক ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জাদু একটি অসাধারণ শিল্প যার বিশেষ সম্মোহনী ক্ষমতা রয়েছে। জাদুশিল্পীদের সাবলীল ও নান্দনিক উপস্থাপনা এটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাদুশিল্পীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করে প্রতিমন্ত্রী বলেন, বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে হল বরাদ্দ প্রদান কমিটির অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদু শিল্পীদের জন্য হল বরাদ্দ দেয়া হবে।

বিশিষ্ট জাদুশিল্পী মো. মোয়াজ্জেম হোসেন নান্নু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও উপসচিব মোহাম্মদ নাছির উদ্দিন।

এতে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘জাতীয় জাদু উৎসব ২০২৩’ উদযাপন কমিটির আহ্বায়ক ও জাদু ফেডারেশন এর উপদেষ্টা রবিন খান। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব শিকদার আবদুস সালাম।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: