South east bank ad

পাহাড়ের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : বীর বাহাদুর

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:১৮ অপরাহ্ন   |   মন্ত্রী

পাহাড়ের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : বীর বাহাদুর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। এতে দুর্গম পাহাড়ে বসবাসরত হাজার হাজার মানুষের পরিবারে আমূল পরিবর্তন এসেছে। 
আজ শনিবার দুপুরে বান্দরবান জেলা লামা পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত বড়–য়া প্রমুখ বক্তব্য রাখেন।

প্রথম অধিবেশন শেষে  মোহাম্মদ রফিককে সভাপতি ও বাসু পালিতকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন বীর বাহাদুর উশৈসিং । 

পরে পার্বত্য চট্টগ্রাম  উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: