South east bank ad

শেখ রাসেল দিবসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০২:৪৫ অপরাহ্ন   |   মন্ত্রী

শেখ রাসেল দিবসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার প্রথমবারের মতো 'ক' শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী উদযাপিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস ২০২১’।

এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহিদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, অতিরিক্ত সচিব মো. শওকত আলী, উপসচিব মো. জাহিদুল ইসলাম ও আ. স. ম হাসান আল আমিন প্রমুখ।

উল্লেখ্য, শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আজ বিকেল ৩টায় এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: