শিরোনাম

South east bank ad

নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা সরকারের, ৯ দিন মাঠে থাকবে বিশেষ বাহিনী

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন   |   মন্ত্রী

নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা পরিকল্পনা সরকারের, ৯ দিন মাঠে থাকবে বিশেষ বাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে। পাশাপাশি, নির্বাচনকালীন প্রায় ১ লাখ সেনাসদস্য মোতায়েন করা হবে।

এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সময়সীমা দেশের পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হতে পারে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন নিয়ে উপদেষ্টা বলেন, এখন মাঠে আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র‌্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে পাঁচ লাখের মতো।

নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।

নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।

বিগত হাসিনা সরকারের পালিয়ে যাওয়া নিযে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে সরকার পতন হয়েছে তা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই ঘটেছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দুজনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।

মতবিনিময় শেষে পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনের পরে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: