শিরোনাম

South east bank ad

জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন   |   মন্ত্রী

জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে। মর্মান্তিক এ ঘটনায় যারা খুন হয়েছেন তাদের সবার মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে কাকরাইল গির্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে এরই মধ্যে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জাহাজে হামলার শিকার আটজনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি। তবে ইরফান জবানবন্দি দিয়েছেন। খুব দ্রুত এই মামলার সুরাহা হবে।

গত সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে দুইজন মারা যান। তারা সবাই জাহাজের স্টাফ। এ ঘটনায় বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে (২৫) গ্রেফতার করা হয়। আজ তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: