ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নেতৃবৃন্দের আন্দোলন-সংগ্রামের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। দেশে আমরা যে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছি তাদেরও ইন্ধন থাকতে পারে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া মামলা হলে তদন্ত সাপেক্ষে নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি শিকার না হন সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে ভুয়া মামলাকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র-গুলি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, ৫২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রি. জেনারেল আজহার উদ্দিন আহমেদ, ১৭ পদাতিক ডিভ কর্নেল স্টাফ মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার মো. মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, অধিনায়ক র্যাব-৯ লে. কর্নেল আশিকুর রহমান, অধিনায়ক ৪৮ বিজিবি লে. কর্নেল হাফিজুর রহমান, সিলেটের এসপি মো. মাহবুবুর রহমান, হবিগঞ্জ এসপি মো. রেজাউল হক খান, মৌলভীবাজার এসপি এ কে এম এইচ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য দফতর প্রধানদের বিভিন্ন দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।