গ্রেফতার হলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
উত্তরা ১০ নম্বর সেক্টরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। উত্তরা পশ্চিম মঙ্গলবার (২৯) দিবাগত রাত ১২টার দিকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানকালে সাবেক কৃষিমন্ত্রীকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উত্তরা পশ্চিম পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে। অভিযান এখনও চলছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
আব্দুস শহীদ চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন সরকারে তাকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
আব্দুস শহীদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন।