South east bank ad

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন   |   মন্ত্রী

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তুলে আদাবর থানার ইন্সপেক্টর আব্দুল মালেক সাত (৭) দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য আবেদন করেন। মামলার ন্যায় বিচারের স্বার্থে রিমান্ডের জন্য যুক্তি তুলে ধরেন আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ (৫) দিনের রিমান্ডের আদেশ দেন সানাউল্লাহর আদালত।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‍্যাব-২ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।
BBS cable ad