সাবেক প্রতিমন্ত্রী তাজুল গ্রেফতার

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেয়া হয়েছে।
এ বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের পাঁচবারের এমপি। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে।