South east bank ad

প্রধান উপদেষ্টা সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারেন

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন   |   মন্ত্রী

প্রধান উপদেষ্টা সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারেন

আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ পরিষদের ৭৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানাচ্ছে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নেওয়ার পর এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন। মূলত ওই বৈঠকে কর্মকর্তাদের সঙ্গে পরিচয় এবং এ মুহূর্তে অতি জরুরি বিষয়গুলো সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে পররাষ্ট্র উপদেষ্টা অবহিত হন। তখন মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের দায়িত্বে থাকা মহাপরিচালক উপদেষ্টাকে জানান, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন ধরে নিয়ে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এবারের জাতিসংঘ অধিবেশনে তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ ইস্যুতে ফোকাস দেওয়া হবে। তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেন অধিবেশনে প্রমিনেন্ট রোল পান। এটা চেষ্টা করলেই পারা যাবে।

বৈঠকে মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগ দেখভাল করার দায়িত্বে থাকা মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কয়েকটি ডায়ালগ আছে। গত মে মাসে কিছু ডায়ালগ হওয়ার কথা ছিল। আগস্টেও একটা কথা ছিল কিন্তু সাময়িকভাবে তা বাতিল হয়ে গেছে। নিরাপত্তা, অংশীদারত্ব নিয়ে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরেও তাদের সঙ্গে ডায়ালগ হওয়ার কথা রয়েছে। এগুলো এগিয়ে নেব কি না?

এই ডায়ালগগুলো পালাক্রমে ঢাকা ও ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের যে ডায়ালগগুলো আছে তা ঢাকায় হওয়ার কথা ছিল। যেহেতু সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে তাই ওরা সামনের জাতিসংঘ অধিবেশনের সময় ওয়াশিংটনে এই ডায়ালগ করার প্রস্তাব দিয়েছে। এমন সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে ঠিক আছে। আলাপ-আলোচনা আমরা চালিয়ে যাব। কিন্তু সেপ্টেম্বর-অক্টোবরে যেতে পারব কি না সেটা পরের বিষয়। এটা চিন্তা করে দেখা যাবে। হতেও পারে।

মন্ত্রণালয়ের আরেকজন মহাপরিচালক বৈঠকে বলেন, সামনের অক্টোবর মাসে আরব আমিরাতের তিনজন মন্ত্রী বাংলাদেশে আসার কথা ছিল।

আরকেজন মহাপরিচালক বৈঠকে বলেন, লিবিয়ার শ্রমমন্ত্রী আসার কথা ছিল কিন্তু বাতিল হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লিবিয়ার শ্রমমন্ত্রী আসলে আমাদের কী লাভ? আরেকজন মহাপরিচালক বৈঠকে বলেন, সুইজারল্যান্ড তাদের ওইখানে মিশন খোলার জন্য তাগাদা দিয়েছে। ইউরোপে সুইজারল্যান্ডসহ তিন দেশে বাংলাদেশের মিশন চালু করার কাজ প্রক্রিয়াধীন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: