South east bank ad

প্রস্তাবিত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রস্তাবিত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রীর
 বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা ‘প্রত্যয় স্কিম’ বাতিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার (৩ আগস্ট) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
 
সভায় কোটা আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে শেখ হাসিনা।
 
তিনি বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: