শিরোনাম

South east bank ad

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৌরীপুরে আট সাংবাদিক পেলেন সম্মাননা

 প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০২:০০ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৌরীপুরে আট সাংবাদিক পেলেন সম্মাননা
গৌরীপুর প্রতিনিধি :

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় আট গুণী সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ মার্চ) রাতে এ উপজেলার মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কেন্দ্রিয় যুবলীগ নেতা গোলাম সামদানী খান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

যাঁদেরকে সম্মাননা দেয়া হয়েছে- অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাফ), মশিউর রহমান কাউসার (আমাদের সময়), মোঃ রইছ উদ্দিন (যুগান্তর), ফারুক আহাম্মদ (জি নিউজ), আরিফ আহম্মেদ (আজকের পত্রিকা), ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), রাকিবুল ইসলাম রাকিব (প্রতিদিনের সংবাদ) ও শাহজাহান কবির (ভোরের পাতা)।

এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রিয় যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জায়েদুর রহমান, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকীম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, জিয়াউর রহমান জিয়া, ইমরান মুন্সী, ইউপি সদস্য আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগ নেত্রী বাবেয়া ইসলাম ডলি, আওয়ামী লীগ নেতা ডাঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক তালুকদার প্রমুখ।
BBS cable ad