সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সম্প্রতি যোগদান করা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।
আজ সোমবার (২১ মার্চ ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সাবেক ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম পাননু প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, এখানে আমার যোগদান আপনাদের সেবা করার জন্য।
আমি আমার কর্মদক্ষতার মধ্য দিয়ে হাসপাতালে সেবা নিতে আসা সকলের সঠিক সেবা দিতে চাই। আমি মুকসুদপুরে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।