শিরোনাম

South east bank ad

বাংলাদেশে প্রমবারের মতো ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করেছে রোটারি

 প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০৭:৩৩ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

বাংলাদেশে প্রমবারের মতো ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করেছে রোটারি
বিডিএফএন লাইভ.কম

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩২৮১ প্রথমবারের মতো বাংলাদেশের সাংবাদিকদের জন্য "রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড" চালু করেছে-যারা উন্নয়ন সাংবাদিকতার ক্ষেত্রে রোটারির সাতটি বিষয়ের সাথে মিল রেখে অসামান্য অবদান রেখেছেন।

চলতি বছর রোটারি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন একাত্তর টিভির মুফতী পারভেজ নাদিম রেজা এবং বাংলা ট্রিবিউনের সাহেদ শফিক।

আজ শনিবার (১৯ মার্চ) বিআইসিসি, শেরে বাংলানগর, ঢাকায় অনুষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের সিনার্জি ডিস্ট্রিক্ট কনফারেন্সে অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিকদের সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারির আন্তর্জাতিক প্রেসিডেন্ট এর প্রতিনিধি অংশুমান বন্দপাধ্যায়, বাংলাদেশ রোটারির গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ডিস্ট্রিক্ট ফার্ষ্ট লেডি রোকেয়া ফারুকী, সাবেক গভর্নর মাগফুর উদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, রোটারির লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, এপি’র প্রতিনিধি জুলহাস আলম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, রোটারি সেক্রেটারি জেনারেল টিপু খান, কনফারেন্স চেয়ার স্বপন কে রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন রোটারীর  উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানবিক সমস্যাসমূহ তুলে ধরার আহবান জানান।

BBS cable ad