শিরোনাম

South east bank ad

ডিআরইউ মিডিয়া কাপে বিটিভিকে হারিয়ে ইটিভি’র শুভ সূচনা

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১২:২২ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

ডিআরইউ মিডিয়া কাপে বিটিভিকে হারিয়ে ইটিভি’র শুভ সূচনা
বিডিএফএন লাইভ.কম

ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ক্রিকেট শুরু হয়েছে বুধবার। ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম দিনেই বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ৪০ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে একুশে টেলিভিশন (ইটিভি)।

আউটার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে একুশে টেলিভিশন। ওপেনিংয়ে মাঠে নামেন আকবর হোসেন সুমন ও আল আমিন আজাদ। ওয়ান ডাউনে নেমে দারুণ ব্যাটিং করে দলের ইংনিস বড় করেন জসিম জুয়েল। 

শেষ পর্যন্ত ৬৩ রান সংগ্রহ করে ইটিভি। জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানে গুটিয়ে যায় বিটিভি। আকবর হোসেন সুমন নেন ২টি উইকেট। আর ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইটিভি’র জসিম জুয়েল।
BBS cable ad