South east bank ad

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত ১০ জনের করোনা শনাক্ত

 প্রকাশ: ২৬ মে ২০২১, ০১:০৩ পূর্বাহ্ন   |   স্থল-নৌ-বিমান বন্দর

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত ১০ জনের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া দেড় হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। চিকিৎসাসহ বিভিন্ন কারণে তারা আটকা পড়েছিলেন।


দেশে ফেরা এসব যাত্রীদের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও এসব যাত্রীদের কোনো উপসর্গ ছিল না। শনাক্তদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে কি না তা পরীক্ষাধীন রয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ বলেন, ২৬ এপ্রিল থেকে বন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকলেও ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা হাই কমিশনের অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরছেন। ইতোমধ্যে শনাক্ত ১০ জনের মধ্যে ২ জনের নেগেটিভ ফলাফল এসেছে।  

ভারত ফেরত ৩২১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি, ২৭৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে ৪০৪ জনকে অবমুক্ত করা হয়েছে।

জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৯১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৬৫ জন। করোনায় মৃতের সংখ্যা ৫৮ জন।

BBS cable ad