নৌ পুলিশ নৌপথে অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে- আইজিপি

আজ নৌ পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ , জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার),পিপিএম অংশগ্রহণ করেন। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি সভাপতিত্বে এই সভায় পুলিশ হেডকোয়াটার্স ও নৌ পুলিশের সম্মানিত ডিআইজিবৃন্দ,অতিরিক্ত ডিআইজিবৃন্দ,নৌ পুলিশের ১১ টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ,সহকারি পুলিশ সুপারবৃন্দ সরাসরি এবং নৌ পুলিশের ১৪১ টি থানা ফাঁড়ির ইন-চার্জবৃন্দ ভার্চুয়েলী সংযুক্ত ছিলেন।
সভার শুরুতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ প্রধানকে নৌপুলিশ হেডকোয়াটার্সে আগমন উপলক্ষে স্বাগত জানান। তিনি নৌ পুলিশের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। নৌপুলিশ হেডকোয়াটার্সের কর্মকর্তাবৃন্দ ও নৌ পুলিশের প্রত্যন্ত অঞ্চলের থানা ফাঁড়ির ইন-চার্জ বৃন্দ (যেমন-চর কুকরীমুকরী,মহেশখালী,চাঁদপাই) ভার্চুয়েলি সংযুক্ত অবস্থায় বাংলাদেশ পুলিশ প্রধানের নিকট বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি তাঁর বক্তব্যে বলেন," নৌ পুলিশ একটি বিশেষায়িত ইউনিট হলেও এর অধিক্ষেত্র পুরো বাংলাদেশ ব্যাপী।"
তিনি বলেন,"নৌ পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করার কারণে নৌপথে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিমান অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং নৌপথে যেকোন প্রয়োজনে প্রথম সাড়াদানকারী ইউনিট হিসেবে নৌ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পেরেছে।"
সভায় বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পথে অপরাধ নিয়ন্ত্রণে নৌ পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
আইজিপি তাঁর বক্তব্যে বলেন,"নৌ পুলিশ ২০১৩সালে গঠিত হলেও নৌ পুলিশ নৌ পথে জনগণের সেবায় কাজ করার মাধ্যমে জনগণের যে আস্থা অর্জন করেছে তা প্রশংসনীয়।“
তিনি বলেন,”গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে নৌপুলিশ গঠনের ধারণা দিয়েছেন,সে স্বপ্ন বাস্তবায়নে নৌ পুলিশ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।“
তিনি বলেন,”নৌ পুলিশ নৌপথে অপরাধ দমন এবং মৎস্য ও জলজ সম্পদ সংরক্ষণে যেভাবে কাজ করছে তাতে তারা তাদের অর্জিত সফলতার রেকর্ড ভেঙে নতুন করে সফলতার রেকর্ড তৈরি করবে। নৌ পুলিশ বাংলাদেশ পুলিশের অংশ হওয়ায় বাংলাদেশ পুলিশ সেই গৌরবের অংশীদার হবে।“
সভায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল নৌপুলিশের অতিরিক্ত আইজিপি সহ সকল নৌ পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নৌ পুলিশের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।