শিরোনাম

South east bank ad

‘স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম’ বলা সেই ওসিকে আইজিপির চিঠি

 প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন   |   আইজিপি

‘স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম’ বলা সেই ওসিকে আইজিপির চিঠি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সদর থানার ওসি নূরনবীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তার বক্তব্যের প্রশংসা করে একটি প্রশংসাপত্র পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ শুক্রবার (৭ মার্চ) আইজিপির পাঠানো ওই চিঠিটি হাতে পান সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী। এর আগে শনিবার (১ মার্চ) আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত পত্রটি সদর থানার বরাবর ডাকযোগে পাঠান।
চিঠিটি হাতে পেয়ে ওসি নূরনবী জানান, আইজিপির চিঠি পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছি।

ওই চিঠিতে আইজিপি বাহারুল আলম ওসি নূরনবীর উদ্দেশে লিখেছেন, ‘জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারিত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি।’

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের।
আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরো অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত আছি। ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ভাইরাল হওয়া বক্তব্যে ওসি নূরনবী বলেন, ‘আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম।
জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক—আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি আমার কাছে অভিযোগ জানান।’

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে।

BBS cable ad