South east bank ad

মামলা থাকলেই গ্রেফতার নয়: ডিএমপি কমিশনার

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন   |   আইজিপি

মামলা থাকলেই গ্রেফতার নয়: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, মামলার এজাহারে নাম থাকলেই গ্রেফতার করতে হবে বিষয়টা এমন না। কালেকটিভ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার সকালে ডিএমপি সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনায়ও মামলা হবে।

থানার কার্যক্রমের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, দুই এক সপ্তাহের ভেতরে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে। ট্রাফিক পুলিশ এখন গভীর রাত পর্যন্ত কাজ করছে। ধীরে ধীরে আরো উন্নতি হবে। এ ছাড়া ছিনতাই প্রতিরোধে পুলিশ আরো সক্রিয় হবে। পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

মতবিনিময় সভায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

BBS cable ad