শিরোনাম

South east bank ad

যৌথ বাহিনীর অভিযানে ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৫

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন   |   আইজিপি

যৌথ বাহিনীর অভিযানে ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২৫

অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এতে এখন পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার ও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন মোট অস্ত্র উদ্ধার হয়েছে ৫৩টি। এ সময় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুইটি রিভলবার, পিস্তল ১৮টি, রাইফেল দুইটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি ও এসবিবিএল তিনটি।

যৌথ অভিযানে রয়েছে- বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

BBS cable ad