শিরোনাম

South east bank ad

আন্দোলনে ৫৪ জন পুলিশ সদস্য নিহত- আইজিপি

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন   |   আইজিপি

আন্দোলনে ৫৪ জন পুলিশ সদস্য নিহত- আইজিপি

আইজপি মো. ময়নুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে মামলা হবে।

বুধবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আন্দোলনে দেশের অধিকাংশ থানায় ভাঙচুর করা হয়েছে। প্রায় ৩০০ অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে।

পুলিশের কাজ দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সংস্কারের সুযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে। পুলিশ সঠিকভাবে কাজ করছে। ব্যাপক বদলি হচ্ছে, পুলিশের কাজ দৃশ্যমান হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে ময়নুল ইসলাম বলেন, লাইসেন্স বাতিল করা অস্ত্র অবৈধ। অনেক অস্ত্র পাচ্ছি। অভিযান শুরু হয়েছে। ভালো ফল পাচ্ছি।

শ্রমিক বিক্ষোভ নিয়ে আইজিপি বলেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছি। বৃহস্পতিবার মিটিং হবে। পাশাপাশি অন্যায় কর্মে যারা আছে তাদের ছাড় দেবো না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং আসামিদের আইনের আওতায় আনা হবে।

BBS cable ad