লাইসেন্সবিহীন অস্ত্র থানায় জমা দেওয়ার আহ্বান ডিএমপির
কারো কাছে লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি থাকলে তা দ্রুত থানায় জমা দিতে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়ে, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থেকে থাকলে খুব তাড়াতাড়ি নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র বা গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর রাজধানীসহ সারাদেশে বিভিন্ন থানায় হামলা হয়। এ সময় থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুট করা হয় অস্ত্র। সহিংসতায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন।
অভিযোগ উঠেছে, এসব অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এরইমধ্যে সেনাবাহিনীর অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এর মধ্যে ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।