South east bank ad

কাজে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যরা

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন   |   আইজিপি

কাজে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যরা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন।

রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিব। ঐ তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে।

পুলিশদের থানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেয়া হবে। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

সাখাওয়াত হোসেন বলেন, ছাত্রদের আন্দোলনে পুলিশকে সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল। যা একদমই ঠিক হয়নি। যারা হুকুমদাতা ছিল তাদের বিচার করা হবে।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলবো না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে।

BBS cable ad