দ্রুতই চলচ্চিত্র শিল্প সংকট কাটিয়ে উঠবে : অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক সময় ঢাকাই সিনেমা মানেই ছিল তার সরব উপস্থিতি। নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমা করেছেন। তারপরের খবর সবারই জানা। ব্যক্তিগত নানান ঘটনায় ছন্দ পতন হয় অপুর। সবকিছু পেছনে ফেলে আবারও ফিরতে শুরু করেছেন অপু বিশ্বাস।
মহামারি করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অপু। এ সময়ের মধ্যে শেষ করেছেন তিনটি নতুন সিনেমার শুটিংয়ের কাজ। ‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের এ তিনটি সিনেমায় নিজেকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ সিনেমাতে অপুর নায়ক হলেন ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপুর বিপরীতে আছেন নিরব হোসেন। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
তিনটি সিনেমারই শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আর এ সিনেমাগুলো নিয়ে বেশ আশাবাদী ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।
এ নিয়ে নায়িকা অপু বলেন, ‘তিনটি সিনেমাতেই ভিন্ন ভিন্ন ভাবে দর্শক আমাকে দেখতে পাবেন। ‘ঈশা খাঁ’ সিনেমাটি ঐতিহাসিক গল্পের হওয়ায় আমাকে অনেক আগের বেশ ধারণ করতে হয়েছে। ‘প্রেম প্রীতির বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার সিনেমা। এখানে নাচ, গান ও অ্যাকশনে ভরপুর হলেও আমার চরিত্রটি ব্যতিক্রম। আর ‘ছায়াবৃক্ষ’সিনেমায় যে ধরণের চরিত্র করেছি তা আগে কখনো করিনি। সরকারি অনুদানের এ সিনেমাতে চা-বাগানের শ্রমিক হিসেবে অভিনয় করেছি। এটা পুরোপুরি নতুন এক অভিজ্ঞতা। যখন একে একে সিনেমাগুলো মুক্তি পাবে দর্শকদের মন জয় করে নেবে।’
এদিকে, সরকার ঘোষিত লকডাউনের পর প্রেক্ষাগৃহ খুলে দেওয়ায় অনেকেই সিনেমা মুক্তির জন্য চিন্তাভাবনা করছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন চিত্রনায়িকা অপু।
অপু বিশ্বাস বলেন, ‘আমরা সিনেমার মানুষ। স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার কাছে মনে হয় পাইপলাইনে অনেক ভালো ভালো সিনেমা আছে। অতি দ্রুতই চলচ্চিত্র শিল্প সংকট কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
অন্যদিকে, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটির কাজও অনেক আগে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
সব মিলিয়ে অপু ভক্তদের জন্য দারুণ সময় আসছে। এখন ধারাবাহিকভাবে তারা প্রিয় নায়িকার বেশ কয়েকটি সিনেমা দেখতে পাবেন।