South east bank ad

সিসিইউতে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:২৪ অপরাহ্ন   |   বিনোদন

সিসিইউতে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ
গুরুতর অসুস্থ প্রয়াত চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী এবং অভিনেত্রী ডেইজি আহমেদ। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডেইজি আহমেদের মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

মায়ের জন্য দোয়া চেয়ে ঐন্দ্রিলা বলেন, 'আম্মু কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তখন তেমন সমস্যা দেখা দেয়নি। সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে হঠাৎ করে কিছু শারীরিক জটিলতা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে সিসিইউতে আছেন। আম্মুর জন্য সবাই দোয়া করবেন।'

ডেইজি আহমেদ অভিনয়ের পাশাপাশি একজন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেও সমাদৃত। বুলবুল আহমেদের সংসারে তিন সন্তানের মা তিনি। তার এক পুত্র শুভ ও দুই কন্যা তিলোত্তমা এবং ঐন্দ্রিলা।

BBS cable ad