সন্ত্রাসী হামলার শিকার পরিচালক গাজী মাহবুব

রিয়াজ ও শাবনূর জুটির সুপারহিট সিনেমা ‘প্রেমের তাজমহল’ ছবির পরিচালক গাজী মাহবুব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ইতোমধ্যে তিনি রাজধানীর হাতিঝিল থানায় বিষয়টি অবহিতও করেছেন। গতকাল শনিবার ২৮ আগস্ট রাতে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এসব জানান পরিচালক গাজী মাহবুব।
ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গত ২৬/০৮/২১ ইং রাত ১১টার পর মগবাজার পেয়ারাবাগে ভয়ানকভাবে আমি সন্ত্রাসী হামলার শিকার হই। অত্যন্ত ঘৃণিতভাবে কাপুরুষের মতো আমার পেছন থেকে আমাকে প্রথম আঘাতটি করে।’
পরিচালক গাজী মাহবুব আরও লিখেছেন, ‘ঢাকা মেডিকেলে চিকিৎসা নিলে ডাক্তাররা জানান, আমার বাম চোখ, ডান কান ও মস্তিষ্কে কিছু ক্ষতি হয়েছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষ হলে বোঝা যাবে শারীরিক ক্ষতির পরিমান। আজ হাতিরঝিল থানায় বিষয়টি অবহিত করেছি। আমার জন্য দোয়া করবেন।’
এদিকে, গাজী মাহবুবের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। এ পরিচালকের দেওয়া পোস্টের কমেন্টে আরেক পরিচালক নজরুল ইসলাম বাবু লিখেছেন, ‘খুবই দুঃখজনক। আপনার উপর সন্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুস্থতা কামনা করি।’
মডেল, অভিনেতা ও নৃত্যশিল্পী খোরশেদ আলম জাহিদ লিখেছেন, ‘আমি ঘৃণা জানাই এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার। প্রতিবাদ জানাচ্ছি এবং আইন প্রয়োগকারী বাহিনীর উপর আমি জোর দাবি জানাচ্ছি, যাতে করে এই সন্ত্রাসীদেরকে তদন্ত করে বের করে আইনের আওতায় আনা হয়।’
পরীমনির প্রসঙ্গ টেনে ফিল্ম ক্লাবের আজীবন সদস্য এটিএম বাবুল সরকার লিখেছেন, ‘পরীমনির পক্ষে অবস্থান নেওয়ার জেরে এই নগ্ন হামলা কি না ভাবতে হবে? দোয়া করি আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন।’
বাংলাদেশ এফডিসিপাড়ায় পরিচালক গাজী মাহবুবের বেশ নামডাক। তবে ২০১৭ সালে প্রয়াত নায়করাজ রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে তার পদ স্থগিত করা হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে এক বছর পর আবার তিনি সদস্যপদ ফিরে পান।
তার পরিচালিত কয়েকটি ছবির মধে্য শিরি-ফরহাদ (২০১৩), রাজা সূর্য খাঁ (২০১২), আমার পৃথিবী তুমি (২০১১), প্রেমের তাজমহল (২০০১) ইত্যাদি।