জামায়াতসহ ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার
রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার ( ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি, (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)
১। বাংলাদেশ লেবার পার্টি (৫৬)
২। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১)
৩। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯)
৪। বিকল্পধারা বাংলাদেশ (১১)
৫। বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১)
৬। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)
(বিকেল ২টা থেকে ৪টা)
১। বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪)
২। আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০)
৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪)
৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫)
৫। খেলাফত মজলিস (৩৮)
৬। জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।
বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে, আগামীকাল রবিবার আরও ১২ দলের সঙ্গে বৈঠক রয়েছে ইসির।
নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে কাদেরকে সংলাপে ডাকা হচ্ছে তাদের নাম আর সময়সূচি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন।


