ডিসেম্বর কিংবা আগামী জুনে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনের সময়টা নির্বাচন কমিশনের হাতে নেই। তবে প্রধান উপদেষ্টার গত ১৬ ডিসেম্বরের বক্তব্য থেকে একটা ধারণা পাওয়া গেছে। তিনি বলেছেন, ‘সংস্কারকাজ যদি সংক্ষিপ্ত করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে এসে দাঁড়ায়, তাহলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সংস্কার কার্যক্রম আরেকটু বর্ধিত করতে দেয়া হয়, তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। নির্বাচন কমিশন এ বিষয়টা ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে।’ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গতকাল রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে সবাই আসন্ন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সারা দেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈঠক করার পর আমার মনে হয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছেন। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’