South east bank ad

যশোরে দুই মাসে ৩০ ফোনসেট উদ্ধার

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২২, ০৩:৪২ পূর্বাহ্ন   |   জেলা পুলিশ

যশোরে দুই মাসে ৩০ ফোনসেট উদ্ধার

যশোর পুলিশের গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত দুই মাসে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে। এছাড়া ভুল করে অন্য বিকাশ নম্বরে যাওয়া চলে যাওয়া এক ভুক্তভোগির ৬০ হাজার ১৫০ টাকাও উদ্ধার করেছে।

গতকাল (১৫ জানুয়ারি) শনিবার সকালে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। একই সাথে চুরি যাওয়া মোবাইল ফোনসেট ও বিকাশ থেকে উদ্ধার করা টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল মুকিত সরকারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, যশোরে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তত্ত্বাবধান করে থাকেন একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। এছাড়া একজন ইন্সপেক্টর ও দুইজন সাব ইন্সপেক্টর, দুইজন এএসআই এবং ৪ জন কনস্টেবল সার্বক্ষণিক কাজ করে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সাইবার অপরাধ মূলক কাজ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্ত এবং আটকের কাজ করে এই টিমটি। গত দুইমাস ধরে তারা যশোরের সব গুলো থানায় (৯টি) কাজ করে হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করে তা মালিককে ফেরৎ দিয়েছে। এছাড়া ফেসবুকে বিভ্রন্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারনাসহ সাইবার স্পেসে নারী হয়রানীসহ নানা কাজ করছে।

অনুষ্ঠানে আরো জানানো হয়, সাইবার স্পেসে কোন নারী যদি হয়রাণীর শিকার হন তাহলে তাদের কাছে জানাতে পারেন। এ ক্ষেত্রে অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখা হবে। সোস্যাল মিডিয়ার গঠিত অপরাধের আইনি সহায়তা প্রদান এবং ব্যবহারের ক্ষেত্রে সর্বসাধারণকে সচেতন করা এই টিমের কাজ।

BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: