আমদানি-রপ্তানি গতিশীল করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ কাস্টমস্

আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনতে এবং বাঁধাহীন নিরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৩টি সুসজ্জিত কন্টেইনার স্ক্যানার স্থাপন করতে চলেছে।
বাংলাদেশ কাস্টমস্ আইন ১৯৬৯ এর ১৯৭বি ধারায় আমদানি-রপ্তানি কনসাইনমেন্টের বাঁধাহীন নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক নিরীক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।
এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগও আর থাকবে না।
এই ব্যবস্থায় এক-রে বা গামা-রে ব্যবহার করে কার্গোতে প্রবেশ না করেই খুব সহজে মালামালের পরিপূর্ণ বিবরণ পাওয়া সম্ভব হবে।
এনবিআর সূত্র মতে, প্রায় ৬৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি আধুনিক কন্টেইনরা স্ক্যানার কিনবে এনবিআর। নিজস্ব অর্থায়নেই যন্ত্রগুলো ক্রয় করা হবে বলে জানা যায়। এসব যন্ত্রের মধ্যে রয়েছে, স্ক্যানার, ওজন মাপার যন্ত্র, রেডিও পোর্টাল মনিটর এবং কেন্দ্রীয় ও স্থানীয় ইমেজিং যন্ত্র।
এনবিআরের এক কর্মকর্তা জানায়, প্রথম ধাপে ছয়টি যন্ত্র কেনা হবে।