South east bank ad

জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

 প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ০৩:০৪ অপরাহ্ন   |   দেশ

জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
বিডিএফএন লাইভ.কম

গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সকাল সাড়ে ১১টার দিকে এক আলোচনা সভা, বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রমাণ্য চিত্র প্রদর্শন, দোয়াখায়ের অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় কলেজের অধ্যক্ষ জনাব সালমা শাহাদাত, শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর গৌরবময় বর্ণাঢ্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। 

খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে  হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। 

এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

BBS cable ad