South east bank ad

পোল্যান্ড, সৌ‌দি আরব থেকে ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৪:০৮ অপরাহ্ন   |   দেশ

পোল্যান্ড, সৌ‌দি আরব থেকে ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ
বিডিএফএন লাইভ.কম

পোল্যান্ড ও সৌ‌দি আরব থেকে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলা‌দেশ। টিকাগুলো উপহার হিসেবে দিচ্ছে দুটি দেশ।

আজ মঙ্গলবার এক ক্ষু‌দে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। এর মধ্যে ৩৩ লাখ ডোজ টিকা উপহার দি‌চ্ছে পোল্যান্ড। অন্যদি‌কে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দি‌চ্ছে সৌ‌দি আরব।

ড. মো‌মেন ব‌লেন, ‘সুখবর। সৌ‌দি আর‌বে নিযুক্ত আমা‌দের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থে‌কে তিন‌ দি‌নের ম‌ধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

পোল্যান্ডের টিকার বিষ‌য়ে মো‌মেন বলেন, ‘পোল্যান্ড বাংলা‌দেশ‌কে ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার দি‌চ্ছে। টিকাগু‌লো যেকো‌নো সময় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে।’

পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমা‌নে তিনি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে ফ্রান্স সফ‌রে র‌য়ে‌ছেন।
BBS cable ad