South east bank ad

১৫ আগস্ট নিয়ে গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতার আয়োজন করছে আওয়ামী লীগ

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ০২:৫৯ অপরাহ্ন   |   দেশ

১৫ আগস্ট নিয়ে গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতার আয়োজন করছে আওয়ামী লীগ
১৫ আগস্ট ট্র্যাজেডি নিয়ে গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতার আয়োজন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির তথ্য ও গবেষণা উপকমিটি ইতোমধ্যে গবেষণাপত্র আহ্বান করেছে। দুই গ্রুপে ৫টি করে মোট ১০টি সেরা গবেষণা পুরস্কৃত করবে তারা।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ড বাঙালি জাতি ও বাংলাদেশ রাষ্ট্রের জন্য অসীম ও অপূরণীয় ক্ষতি। এ হত্যাকাণ্ড জাতির জন্য এক দুঃস্বপ্নের মতো ঘটনা। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে ভণ্ডুল করার জন্যই পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেদিন। এ হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হিসেবে ছিল দেশি-বিদেশি একটি চক্র। এ চক্রটি এবং এ হত্যাকাণ্ডের সুবিধাভোগীরা বহু বছর জাতির পিতার হত্যার বিচার করতে দেয়নি। তারা অবৈধ আইন ও প্রশাসনিক ক্ষমতা বলে বহু বছর ধরে জাতির পিতার হত্যার বিচার রুদ্ধ করে রেখেছিল। এমনকি জাতির পিতার নামটিও তারা সরকারিভাবে নিষিদ্ধ করেছিল।

তিনি বলেন, জাতির পিতার হত্যার ষড়যন্ত্রকারী কারা, এই হত্যাকাণ্ডের সুবিধাভোগী কারা, এই হত্যাকাণ্ডে বাঙালি জাতি ও রাষ্ট্রের কী ক্ষতি হয়েছে, বিচার রহিতকরণে রাষ্ট্র ও মানবতার কী ক্ষতি হয়েছে- এ সব বিষয়ে জাতির স্বার্থে এবং ইতিহাসের দাবির আলোকে আইনি, সাংবিধানিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অধিকতর তথ্যানুসন্ধান এবং গবেষণার প্রয়োজন রয়েছে।

ড. সেলিম জানান, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি ছাত্র, শিক্ষক, গবেষক, আইনজ্ঞ, সাংবাদিকসহ সমাজের যে সব ব্যক্তি বুদ্ধিবৃত্তিক চর্চায় যুক্ত, তাদেরকে জাতির পিতার হত্যাকাণ্ড, এর ষড়যন্ত্র এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তথ্যানুসন্ধান ও গবেষণায় উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে প্রথমবারের মতো গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিয়েছে।

গবেষণাপত্র প্রণয়ন প্রতিযোগিতা ২০২১ এর কার্যসূচি:

গ্রুপ ক:
বিষয়: সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ড এবং এর বিচার রহিতকরণে জাতি ও রাষ্ট্রের ক্ষতি: আইনি, সাংবিধানিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক মূল্যায়ন।

প্রতিযোগী: দেশে-বিদেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইনের ছাত্র-ছাত্রী

গবেষণাপত্রের আকার: ৭০০০ শব্দ (সর্বোচ্চ)

গ্রুপ খ:

বিষয়: জাতির পিতার হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীদের তথ্যানুসন্ধান: ঐতিহাসিক দলিলাদির আলোকে বিশ্লেষণ।

গবেষণাপত্রের আকার: ১০০০০ শব্দ (সর্বোচ্চ)

প্রতিযোগী: শিক্ষক, গবেষক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবী

গবেষণাপত্রের রেফারেন্সিং স্টাইল: অক্সফোর্ড

গবেষণাপত্রের ভাষা: বাংলা অথবা ইংরেজি

গবেষণাপত্র পাঠানোর শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২১

গবেষণাপত্র পাঠানোর ঠিকানা:

তথ্য ও গবেষণা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ,

সভাপতির কার্যালয় (নতুন বিল্ডিং), বাড়ি-৫৩, রোড -৩/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯

ই-মেইলে অবশ্যই গবেষণাপত্রের সফট কপি পাঠাতে হবে।
ই-মেইল: Isrcalbd@gmail.com

গবেষণাপত্র মূল্যায়নে গঠিত বিচারকমণ্ডলী:

১. বিচারপতি সামসুদ্দিন চৌধুরী, সাবেক বিচারক, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২. ড. মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
৩. অজয় দাশ গুপ্ত, সিনিয়র সাংবাদিক
৪. ড. বিশ্বজিৎ চন্দ, সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
৫. ড. আশফাক হোসেন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিটি গ্রুপের সেরা ৫টি গবেষণা পত্রের রচয়িতার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
BBS cable ad