South east bank ad

ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২১ জনের

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২১, ০৩:৪৫ অপরাহ্ন   |   দেশ

ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেল আরও ২১ জনের

এইচ এম জোবায়ের হোসাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬৫), তারাকান্দার ইলিয়াস আলী (৭০), ত্রিশালের আব্দুল কুদ্দুস (৭০), কিশোরগঞ্জ সদরের হাজী মহিউদ্দীন (৬৮), জামালপুর সদরের আসমা (৭০), টাঙ্গাইল সদরের আব্দুর সাত্তার (৪০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের বাজেদ আলি (৭৫), রহিমা খাতুন (৪০), সকুরজান (৬০), ফজিলা খাতুন (৬০), আনোয়ারা বেগম (৬৫), নজরুল (৭০), নান্দাইলের  আমেনা (৬০), ঈশ্বরগঞ্জের রোকন  উদ্দিন (৪০), গফরগাঁওয়ের রেহেনা খাতুন (৭৫), ভালুকার জালাল (৬০), গৌরীপুরের আরিফ (১৬), জামালপুর সদরের হযরত  আলি (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনা কেন্দুয়ার নয়ন মিঞা (৪০), টাঙ্গাইল সদরের মোসলেম উদ্দীন (৭০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জন মোট  ৫৮০ জন হাসডাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেষ্টে ১৫৬৩ টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
BBS cable ad