South east bank ad

কোরবানীর গোস্ত নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

 প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১০:০৭ অপরাহ্ন   |   দেশ

কোরবানীর গোস্ত নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট
এম.এস রিয়াদ, (বরগুনা) :

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে তার্কিস রেড ক্রিসেন্ট (টিআরসি) হতে অনুদান হিসেবে প্রাপ্ত কোরবানীর মাংস বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। যা ঢাকা জেলাসহ বরিশাল বিভাগের তিনটি জেলায় মোট ১৪ হাজার পরিবারকে দুই কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

ঈদের তৃতীয় দিন এতিম, দরিদ্র ও কর্মহীন পরিবারকে এ কোরবানীর মাংস দিয়ে ঈদ-উল আযহাকে ভাগ করে নিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলায় যুব সদস্যদের সার্ভের মাধ্যমে এসকল পরিবারের দ্বোড় গোড়ায় পৌঁছে দিয়েছে কোরবনীর মাংস। 

বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মেহেদী হাসান মুসা জানান, তার্কিস রেড ক্রিসেন্ট থেকে অনুদান প্রাপ্ত কোরবানীর মাংস আমরা নিজ হাতে বিভিন্ন এতিমখানা, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে পৌঁছে দিতে পেরে ঈদ-উল আযহাকে যেমনি ভাগ করে নিতে পেরেছি, তেমনি এসকল মানুষের মুখের হাসিগুলো পুঁজি করে আমরা এভাবেই দেশের সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। চেষ্টা করব তাদের দুঃখের ভাগ নিতে।

BBS cable ad