South east bank ad

বাংলাদেশে টিকা সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০২:৪৫ অপরাহ্ন   |   দেশ

বাংলাদেশে টিকা সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন


বাংলাদেশে টিকা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একইসঙ্গে বাংলাদেশের অনুরোধে যৌথ টিকা উৎপাদনেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় এসব আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ছয় জাতি কোভিড কনসালটেশন উদ্যোগ নেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের কঠিন সময়ে চীন থেকে টিকা উপহার ও বাণিজ্যিকভাবে বিক্রি করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. মোমেন বাংলাদেশে চীনের যৌথ টিকা উৎপাদনে সহযোগিতা চান। চীনের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে টিকার যৌথ উৎপাদনে সহযোগিতার আশ্বাস দেন।


এছাড়া বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঢাকা ও বেইজিং একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়। দুই মন্ত্রী চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে নতুন করে আলোচনা শুরুর ওপর গুরত্বারোপ করেন।

BBS cable ad