২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষ, রাতে ছেড়ে সকালে রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করল দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের জন্য রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করেছে দুদক। আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গতকাল সোমবারের অভিযানে তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত থাকলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাস্টমস হাউসে ঘুষের দুই লাখ ৭৬ হাজার টাকাসহ এনজিও সদস্য হাসিব হোসেনকে গ্রেপ্তার করে দুদক।
আটক হাসিব তখন জানান, কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুষের টাকাসহ আটক করে দুদক। এ সময় উদ্ধার হওয়া টাকা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের জন্যই নেওয়া হচ্ছিল। তবে তাৎক্ষণিক শামীমাকে আটক করেনি দুদক। কাস্টমক হাউসে জিজ্ঞাসাবাদের পর তাকে রাত ৯টার দিকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে আজ মঙ্গলবার সকালে শামীমা আক্তারকে হেফাজতে নেয় দুদক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হাসিব তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ঘুষের টাকাটি তার পক্ষেই সংগ্রহ করা হচ্ছিল।
দুদক উপপরিচালক সালাহউদ্দীন বলেন, ‘আমরা শুধু টাকা উদ্ধারেই থেমে থাকিনি, যারা এর পেছনে আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। বেনাপোল কাস্টমস পুরোপুরি ঘুষমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
’
তিনি আরো জানান, ‘আটক রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও এনজিও সদস্য হাসিব হোসেনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। দুদকের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।’