পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বন্দুক-গুলি উদ্ধার
রংপুরের পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩ আগস্ট) ভোরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের রাজবাড়ীর একটি পরিত্যক্ত কাচারী ঘরের কক্ষ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালনের সময় এসআই সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পরিত্যক্ত একটি ভবনে মাদক মজুদের পাশাপাশি অস্ত্র রয়েছে।
পরে রাত ৪টার দিকে দুইটি টহলদল যৌথভাবে অভিযান চালিয়ে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে রাজবাড়ীর পরিত্যক্ত ঘরে অভিযান চালাই। সেখানে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও গুলি পাওয়া যায়। ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না।
উদ্ধারকৃত আলামত জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


