রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

রূপালী ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগের আওতাধীন কুষ্টিয়া, যশোর, বাগেরহাট ও খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২১ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর। সংশ্লিষ্ট বিভাগের জিএম শচীন্দ্র নাথ সমাদ্দারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ডিজিএম মো. মইন উদ্দিন মাসুদ প্রমুখ।