ইউসিবি, বিসেফ বাংলাদেশ ও বিকশিত বাংলাদেশের উদ্যোগে কৃষি উদ্যোক্তা সমাবেশ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশন এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ‘ভরসার নতুন জানালা’কৃষি উদ্যোক্তা সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (কৃষিঋণ) মো. আব্দুল হাকিম, ইউসিবির এমডি মোহম্মদ শওকত জামিল, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সংগঠক ও বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বত্য জনপদের মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, ইউসিবির এমডি মোহম্মদ শওকত জামিল, এএমডি আরিফ কাদরী, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মো. আবু সাইদ মিঞা। এ পর্বে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক নজরুল ইসলাম।