South east bank ad

ঢাকা ব্যাংকের সিলেট অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০১:২১ অপরাহ্ন   |   ব্যাংক

ঢাকা ব্যাংকের সিলেট অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত
গত বৃহস্পতিবার ২১ অক্টোবর ঢাকা ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের ব্রাঞ্চগুলোর “বিজনেস রিভিউ মিটিং-২০২১” নাজিমগড় গার্ডেন রিসোর্ট, সিলেটে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার।  ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক এতে সভাপতিত্ব করেন। 

অন্যান্যদের মধ্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন। 

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, এ এম এম মইন উদ্দিন ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার শাহাবুব আলম খান উপস্থিত ছিলেন।

সিলেট অঞ্চলের সব ব্রাঞ্চ ম্যানেজার ও অপারেশন ম্যানেজার উক্ত সভায় উপস্থিত ছিলেন। এ সভায় ২০২১ সালের ব্যাংকের বাজেট বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মসূচি সংক্রান্ত আলোচনা করা হয়।

BBS cable ad